আফগানিস্তান মুক্ত, কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়: তালেবান

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, |                          

আফগানিস্তানকে ‘মুক্ত’ করা হয়েছে বলে জানিয়েছে তালেবান। আর কারও বিরুদ্ধে কোনও প্রতিশোধ নেয়া হবে না বলেও জানিয়েছে তারা। মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছে তালেবান। গত রোববার রাজধানী কাবুলের পতন ঘটার পর এটাই তালেবানদের প্রথম সংবাদ সম্মেলন। খবর আল জাজিরার।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা ভেতর বা বাইরের কোনও শত্রু চাই না। মঙ্গলবারের এই সংবাদ সম্মেলনে অন্যান্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছে তালেবান।

সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ জোর দিয়ে বলেন, ইসলামি আইনের সীমার মধ্যে থেকেই নারীদের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, সমাজে নারীর ভূমিকা বেশ সক্রিয় হবে। তবে সেটা ইসলামের সীমার মধ্যেই।

তালেবান মুখপাত্র আরও জানান, আমরা কারও বিরুদ্ধে কোনও প্রতিশোধ নেবো না। বরং সবাইকে ক্ষমা করে দিয়েছে তালেবান। কেউ আগের সরকার বা বিদেশি সরকার বা বাহিনীর সঙ্গে কাজ করে থাকলেও তাদের ক্ষমা করা হয়েছে।

তিনি বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই যে, কেউ আপনার দরজায় কড়া নেড়ে জানতে চাইবে না আপনি কেন তাদের সাহায্য করেছেন।