লন্ডনে ১৮০ মিলিয়ন মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, |                          

লন্ডনে আন্তর্জাতিক অর্থ পাচারের সাথে জড়িত সন্দেহে রেকর্ড পরিমান ১৮০ মিলিয়ন পাউন্ড মূল্যের ক্রিপ্টোকারেন্সি জবন্দ করেছে মেট পুলিশ।
এর আগে গত ২৪ জুন ১১৪ মিলিয়ন পাউন্ড মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছিলো। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩৯ বছর বয়সী এক মহিলাকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য তিনি জামিন লাভ করেনে।

মেট পুলিশ জানিয়েছে এই কারেন্সির মাধ্যমে অপরাধ মূলক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছিলো।
পুলিশ বলছে এই অর্থ লেনদেনের বিষয়ে অর্থের প্রেরক এবং প্রাপকদের আরো বেশি তথ্য থাকতে হবে।
পুলিশ অবশ্য বলেনি কোন ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছে।

ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিজিটাল অর্থ যা কোন ব্যাংক থেকে ইস্যু হয়না। আপনি চাইলে অন্যান্য মুদ্রার মতো এই মুদ্রা দিয়ে বানিজ্য ও বিনিয়োগ করতে পারেন। কার্যত ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে কোন বাধা নেই। তবে নিয়ন্ত্রনের কারনে বাজারে এই মুদ্রা অবিশ্বাস্যরূপে বেড়ে যায়।

বিশেষ করে লকডাউনের সময় ক্রিপ্টোকারেন্সির মূল্য ১৭৫ বিলিয়ন পাউন্ড থেকে বেড়ে দাঁড়ায় ১.৭৫ টিলিয়ন পাউন্ডে।
ব্রিটেনের আর্থিক নজরদারি সংস্থা জানায় ব্রিটেনের কয়েক হাজার মানুষ এই ডিজিটাল মুদ্রা ব্যবহার করছেন। তবে গত মে মাসে এই মুদ্রা সর্বোচ্চ ধরে পৌছালেও মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ১ ট্রিলিয়ন পাউন্ড মূল কমে যায়।
এদিকে পুলিশ বলছে, নিয়ন্ত্রনহীন এই মুদ্রা অপরাধীরা ব্যবহার করছে। যার কারনেই পুলিশ সন্দেহজনক কিছু পেলেই তাদের আটক করছে।