এবার চুল-দাড়ি ফেলে দিয়ে আলোচনায় ট্রুডো

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, |                          

করোনা মহামারির কারণে গত এক বছর চুল-দাড়ি না কেটে আলোচনায় ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই সময়ে এ নিয়ে কম আলোচনা হয়নি। এবার চুল-দাড়ি ফেলে দিলেন তিনি। তাও আলোচনায় আছেন তিনি।
‘কানাডা দিবস’ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সংবলিত একটি ভিডিওবার্তা প্রচার করা হয়েছে।

এতে একেবারে দাড়ি-গোঁফ ফেলে দেওয়া ক্লিন সেভ করা এক নতুন জাস্টিন ট্রুডোকে দেখা যায়।

বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করা হয়েছে কানাডার ১৫৪তম জন্মদিন। বছরের বেশির ভাগ সময় বরফাচ্ছন্ন থাকা কানাডার জন্মদিনে প্রতি বছরের মতোই ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন কানাডিয়ানরা।

আয়তনের দিক থেকে কানাডা ৯ লাখ ৯৮ হাজার ৬৭০ বর্গ কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র সাড়ে ৩ কোটি। দেশটিতে রয়েছে ১০টি রাজ্য ও ৩টি টেরিটোরিজ।

তবে আয়োজনের কোনো কমতি ছিল না দেশটিতে। বিশেষ এই দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল ‘কানাডা ডে’র কেক কাটা, ফায়ারওয়ার্কস, জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, সঙ্গীতানুষ্ঠান এবং আলোচনা সভা।