নাভালনির দেহে বিষ প্রয়োগ, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, |                          

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির দেহে বিষাক্ত নার্ভ এজেন্ট প্রয়োগ করে তাকে মেরে ফেলার প্রচেষ্টা চালানো হয়েছিল। আর এ জন্য যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি গ্রহণ করছে।

দেশটির বিরোধী দলীয় এ নেতা প্রাণনাশমূলক এ ঘটনার জন্য ক্রেমলিনকে দায়ী করেন। খবর এএফপি’র।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান রোববার বার্তা সংস্থা সিএনএন’কে বলেন, ‘আমরা এ ব্যাপারে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি গ্রহণ করছি।’

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ রাশিয়াতে সংস্কারের জন্য ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছেন নাভালনি। এর আগেও বারবার গ্রেফতার হয়েছেন তিনি।

২০১৯ সালে তিনি ভুগেছেন অদ্ভুত এক অ্যালার্জির সমস্যায়। গত জুন মাসে ভ্লাদিমির পুতিনের আনা সাংবিধানিক সংস্কারের ভোটকে তিনি ‘অভ্যুত্থান’ বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন ওই সংস্কার ‘সংবিধানের লঙ্ঘন’।

ওই সংস্কারের ফলে পুতিন আরও দুই মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন। নাভালনি ভ্লাদিমির পুতিনের অধীনে প্রেসিডেন্ট ব্যবস্থাকে ‘রাশিয়ার রক্তকে চুষে খাওয়ার’ সঙ্গে তুলনা করেছিলেন।