ইয়েমেনে বিস্ফোরণে শিশুসহ নিহত ১২

প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, |                          

ইয়েমেনে একটি পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছেন বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত মারিব অঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও মারিব প্রশাসন হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করছেন। হুতির ক্ষেপণাস্ত্র হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রশাসন দাবি করছে। তবে এ বিষয়ে হুতি বিদ্রোহীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় কয়েক ডজন মানুষ মারাত্মক দগ্ধ হন। তাদের উদ্ধার করে মারিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ১২ জনকে মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে পাঁচজন শিশুও আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।