
রাজধানীতে অভিযান চালিয়ে লাইসারজিক অ্যাসিড ডাইইথাইলামাইড (এলএসডি বা মাদক ডিভাইস) নামের নেশাদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বুধবার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগ এক অভিযানে এলএসডি উদ্ধার করে।
পুলিশ বলছে, দেশে প্রথমবারের মতো এই মাদক জব্দ করা হয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপি জানায়, নতুন এই মাদক উদ্ধার, অভিযান ও অভিযুক্তদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।