সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের দোয়া মাহফিল

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের দোয়া মাহফিল

বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ জানুয়ারি রবিবার রাতে নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ারের এসএমসিসিআই এর কনফারেন্স হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ও পরিচালক মোঃ জহির হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাবেক পরিচালক জিয়াউল গণী আরিফিন, বর্তমান ১ম সহ-সভাপতি মোঃ ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, পরিচালক তোফায়েল আহমদ লিমন, রাজিব ভৌমিক, মোঃ ফারুক আহমদ, মোঃ মাহবুবুর রহমান, আব্দুর রহমান রিপন, আব্দুল্লাহ আল হারুন, মোঃ কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস, জিল্লুর রহমান সুমন, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াজ রহিম সবুজ, মাহবুবুল হক চৌধুরী, এনামুল কুদ্দুছ চৌধুরী, মোঃ মারুফ আহমদ, মোহাম্মদ শাহনেওয়াজ আহমদ, সাহেদ আহমদ, মোঃ মাছুম আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, জাকির আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী আকিক, ইশতিয়াক আহমদ চৌধুরী, মোঃ রিয়াদ রহমান, তৌহিদ আশফাক আহমদ চৌধুরী, মাহবুবুল আলম মিলন, ফজলুল বাছিত, ছামিল আহমদ চৌধুরী, মোঃ নাফিজ জুবায়ের চৌধুরী, এ.এস.এম.জি কিবরিয়া, মোঃ সেবুল মিয়া, আবু সুফিয়ান, শাহ আশিকুর রহমান, চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এছাড়াও সিলেট নগরীর বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ধোপাদিঘির পার জামে মসজিদের পেশ ঈমাম।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও জনগণের অধিকার আদায়ে তাঁর নেতৃত্ব ও ত্যাগ চিরদিন ইতিহাস হয়ে থাকবে। বিজ্ঞপ্তি