ইতালীর ভেরনাতে লকডাউন বিহীন স্বাভাবিক জীবনের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, |                          

ইতালীর ভেরনাতে লকডাউন বিহীন স্বাভাবিক জীবনের দাবীতে মানববন্ধন।
——————-◊
ইতালি প্রতিনিধি।

গত ২রা এপ্রিল ২০২১ রোজ শুক্রবার ভেরনা আরিনাতে বৃহত্তর ভেরনার সকল ব্যবসায়ী ও শ্রমজীবি মানুষ লাগাতর লকডাউনের বিরুদ্ধে স্বাভাবিক জীবনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন আজ ইতালীর বিভিন্ন শহরে মানুষ করোনা ভাইরাসের কারনে অসহায়ত্ব বোধ করছে, জনজীবনে নেমে এসেছে অর্থনৈতিক ও মানসিক সহ বিভিন্ন সমস্যা।বার ও রেষ্টুরেন্ট সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে।সরকার বার বার লকডাউন দিচ্ছে, আর যেন কোন আইন প্রয়োগ না করে সবকিছু স্থিতিশীল করে দেয় ইতালিয় সরকার,এই বিষয়ে জোর অনুরোধ করেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র ফেদেরিকো সাবরিন,
ইতালিয় ব্যবসায়ী প্রতিনিধি সহ বৃহত্তর সিলেট ঐক্য পরিষদ ভেরনা ইতালীর সভাপতি রায়হান আহমদ,সম্মানিত সদস্য কবির আহমেদ, রাহাদুল আলম, রাহাত ইসলাম উদ্দিন ও প্রবাসী বাংলাদেশী সহ ইতালিয়ান ও বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ এতে অংশ নেয়।