পবিত্র আল-আকসা মসজিদের ইমাম আটক

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, |                          

জেরুজালেমে অবস্থিত মুসলিমদের পবিত্র মসজিদ আল-আকসার গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাইদ সাবরিকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তাবাহিনী। শবে মেরাজের স্মরণে একটি ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা করায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক একাধিক গণমাধ্যম। বুধবার (১০ মার্চ) ইমামকে আটকের পর বৃহস্পতিবার (১১ মার্চ) তাকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তির পরে শেখ সাবরি জানান,পবিত্র মেরাজের স্মরণে জেরুজালেমের বাব আর-রহমা এলাকায় ধর্মীয় একটি অনুষ্ঠান পরিকল্পনার দায়ে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালায়। তার বিরুদ্ধে ইসরায়েলি আদালতের সিদ্ধান্ত লংঘনের অভিযোগ আনা হয়েছে। আল-আকসা মসজিদ কমপ্লেক্সের বাব আর-রহমা ফটকটিও বন্ধ করে রেখেছে ইসরায়েল।

এর আগে বুধবার দখলদার বাহিনী শেখ সাবরির বাড়িতে হামলা করে এবং ঘরে ঢুকে ব্যাপক তল্লাশি চালিয়ে তাকে আটক করে অজানা গন্তব্যের দিকে নিয়ে যায়। এর আগেও জুমার খুতবায় দখলদারিত্বের বিষয়ে কথা বলায় শায়খ ইকরিমা সাবেরিকে গ্রেফতার ও সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।