নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে এসআই নিহত

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১ | আপডেট: ৪:৪৫:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

সাভারের আশুলিয়ায় নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোনায়েম (৬০) নামে শিল্প পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

রোববার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোনায়েম শিল্প পুলিশ ১-এর উপপরিদর্শক (এসআই)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।

আশুলিয়া থানার এসআই ফরিদুল আলম জানান, রাতে সরকার মার্কেট বান্ডু গার্মেন্টস ক্যাম্পে ডিউটিতে ছিলেন মোনায়েম।

ভোরে নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে কোনো এক অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।