নির্বাচিত হলে সিলেট সদর উপজেলার শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিবো:অধ্যক্ষ সুজাত আলী রফিক

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, |                          

সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো,সুজাত আলী রফিক বলেছেন,আগামী নির্বাচনে আমাকে নির্বাচিত হলে সিলেট সদর উপজেলার শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিবো।
তিনি মঙ্গলবার রাতে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানসীনগর ও হাটখোলা ইউনিয়নের ফকিরের গাঁওয়ে পৃথক নির্বাচনী সভায় এ মন্তব্য করেন। এসময় সুজাত আলী রফিক বলেন,৪০ বছরের রাজনীতির পাশপাশি আমি বিগত ৩০ বছর যাবত শিক্ষকতার মহান পেশার সাথে জড়িত রয়েছি,আমি দেখেছি সিলেট সদর উপজেলা শিক্ষাক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে,সদরের অনেকস্হানে এখনও প্রাইমারী স্কুল নেই,হাইস্কুল নেই,কলেজ নেই,টেকনিক্যাল স্কুল নেই,তাই আমি নির্বাচিত হলে সদর উপজেলার অন্যান্য উন্নয়নের পাশাপাশি শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। এজন্য আগামী ৮ মে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে সদরবাসীর প্রতি আহবান জানান।
এসকল সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহনুর, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোশাহিদ আলী,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান,যুবনেতা আশরাফ সিদ্দকী,জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আশ্রব আলী,প্রবীন মুরব্বী আব্দুল হামিদ,ইউপি সদস্য আলকাছ মিয়া,মুহিত আলম শফিক,ইসহাক আলী প্রমুখ।
এরআগে মঙ্গলবার দিনভর তিনি সিলেট সদর উপজেলার বুড়জান চা বাগান সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।