যথাযোগ্য মর্যাদায় গ্রীস দূতাবাসের মহান মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, |                          

তাইজুল ফয়েজ, গ্রীস
আজ অমর একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করা সকল শহীদদের প্রতি  বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এর মাধ্যমে প্রথম প্রহরে মান্যবর রাষ্ট্রদূত দূতাবাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ , অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন ও সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। স্থানীয় দূতাবাস আয়োজন করেছিলেন অনলাইন ভার্চুয়াল জুম মিটিং। আজকের আয়োজনের মধ্য মণি “মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমেদ এর সভাপতিত্বে দূতালয় প্রধান সুজন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে পর্যায়ক্রমে ,প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি , প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাণী করেন কাউন্সিলর বিশ্বজিৎ রায় , কাউন্সিলর খালেদ আহমেদ সহ দূতাবাসের সকল কর্ম-কর্তা । করোনা পরিস্থিতে প্রবাসীদের স্বার্থে ,প্রবাসীদের নিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনলাইন জুম মিটিংয়ের আয়োজন করেছেন ” আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষা- ভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে। তাই একুশে ফেব্রুয়ারী এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎস । আজকের এই গুরুত্ব পূর্ণ একটি অনুষ্ঠানে আরো যুক্ত হয়েছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সম্মানিত সভাপতি হাজি আব্দুল কুদ্দুস ,সিনিয়র সহ -সভাপতি আহসান উল্লাহ হাসান বাংলাদেশ আওয়ামীলীগের গ্রীস শাখার ভার-প্রাপ্ত সভাপতি সামাদ মাতুব্বর ,সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ,নান্নু খালাসী , রফিক হাওলাদার ,মোখলেসুর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানে যুক্ত ছিলেন বাংলাদেশ যুবলীগ গ্রীস শাখার যুগ্ম-আহব্বায়ক রাসেল মিয়া , বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক , মুমিন খান , সামাজিক , রাজনীতি ,সাংস্কৃতিক অঙ্গনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে গুর্রুতপূর্ন বক্তব্য রেখেছেন সকল প্রবাসী সাংবাদিকরা।