টেকনাফে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিহত এক

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, |                          

টেকনাফে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত-১

আজিজ উল্লাহ, টেকনাফ:

টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে আব্দুর রহমান (৩০) নামের এক ব্যক্তি হাসপাতালে নেয়ার পথে নিহত হয়েছে।

জানা যায়, সোমবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ২.৩০ টার দিকে সাবরাং ইউনিয়নের লাফাঘোনার হাজী আব্দুল মজিদের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুর রহমান একই এলাকার আব্দুল গফুরের ছেলে।

নিহতের বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহ বলেন,”আজ সোমবার দুপুরে চাচা আব্দুল মজিদের বাড়িতে পারিবারিক জমিজমার বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছিল। এসময় কচুবনিয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সিরাজ উল্লাহ, মাওলানা ফয়েজ, আমানুল্লাহ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ শফিকের নেতৃত্বে হামলা চালিয়ে আব্দুর রহমানকে মারধর করা হয়। এসময় ছুরিকাঘাতে সে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হলে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর সে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে”।

কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মো আশিকুর রহমান বলেন,”অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর খুরশেদ আলম নিহতের বিষয় টা নিশ্চিত করেন।এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান”।

আজিজ উল্লাহ,
টেকনাফ।
৯ নভেম্বর ২০২০