স্কলার্সহোম মেজরটিলা কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, |                          

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে ভালো রাখে। প্রতিযোগিতা সবার মাঝে উদ্দীপনা সৃষ্টি করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মনোবল বৃদ্ধি করে তাদের কর্মক্ষম করে তুলবে।

তিনি শিক্ষার্থীদের মেধা ও শারিরীক বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বুধবার (৬ মার্চ) সকালে কলেজের অডিটোরিয়ামে স্কলার্সহোম মেজরটিলা কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার ও ইংরেজি বিভাগের প্রভাষক মুহিয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠান সমন্বয়ক ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্পোর্টস কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসান শাহরিয়ার মজুমদার। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি