পাগল হাসান স্মৃতি সংসদের উদ্যোগে ছাতক সফর

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, |                          

পূর্ব নির্ধারিত কর্মসূচী অনু্যায়ী গত ৪ এপ্রিল মঙ্গবার সকাল ১০ টায় পাগল হাসান স্মৃতি সংসদের উদ্যোগে সংসদের অস্থায়ী কার্যালয় লামা বাজারস্থ সালেহা আই কেয়ার থেকে “পাগল হাসান স্মৃতি সংসদ” ছাতক সফর করেন।

ছাতকে পৌঁছে প্রথমত ছাতক-দোয়ারার স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতের মৃল বিষয় ছিল পাগল হাসান স্মৃতি সংসদের কিছু কর্মসূচি নিয়ে মহোদয়ের পরামর্শ। সংসদ সদস্যের সাথে আলাপের পর পাগল হাসান ও তাঁর সহযোগী সাত্তার ও জাহাঙ্গীর যে স্থানে দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যুবরণ করেন সেস্থান পরিদর্শন করেন।

দূর্ঘটনাস্থল পরির্দশন শেষে শিমুল তলা গ্রামে গিয়ে প্রয়াত পাগল হাসানের কবর জিয়ারত করে পাগল হাসানের বাড়িতে যান,

এ সময় বাড়িতে মরহুম পাগল হাসানের মা, দুই বোন ও অন্যান্য নিকটাত্মীয় উপস্থিত ছিলেন।
সবশেষে প্রয়াত পাগল হাসান ও তাঁর সহযাত্রী প্রয়াত সাত্তার ও জাহাঙ্গীরের শোক বিহ্বল স্বজনদের খোঁজ খবর নেন।


পাগল হাসান স্মৃতি সংসদের ছাতক সফরে ছিলেন স্মৃতি সংসদের আহবায়ক বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ জহিরুল ইসলাম অচিন পুরী, সদস্য সচিব নাট‍্যাকার শাহাদত হোসেন লোলন, কন্ঠ শিল্পী এ.কে. এম. কামরুজ্জামান মাসুম,গীতিকবি ও লেখক শাহ আলমগীর,নাট‍্যাকার এম কামরুল চৌধুরী, সাংবাদিক মোঃ আলমগীর আলম,নাট‍্যাকার সোলেমান হোসেন চুন্নু,বাউল পথিক রাজু,এম.এ.মনাফ,মিউজিশিয়ান জুয়েল,ও অলক কর,প্রমুখ।

.