হাজারো প্রবাসী ও ভিনদেশীদের উপস্থিতিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ৭:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | আপডেট: ৭:১৯:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

সোহেল আহমদ প্যারিস থেকে :

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
একুশে উদযাপন পরিষদ ফ্রান্স প্যারিসের জোরেস পার্কে হাজারো প্রবাসী, ভিনদেশীদের সহ সামাজিক, রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, সংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দর উপস্থিতিতে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ১৯৫২ সালের ভাষা শহীদদের শহীদ বেদীতে পুষ্পর্পণ করা হয়।
২০০৪ সাল থেকে একুশে উদযাপন পরিষদ প্যারিস বন্ধু মরহুম শহিদুল আলম মানিকের নেতৃত্বে এই দিবসটি উদযাপন করে আসছেন।
একুশ উদযাপন পরিষদের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ এর সভাপতিত্বে এবং একুশ উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হকের পরিচালনায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।
বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার কাজী এহসানুল হক, দূতাবাসের
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান,
প্যারিস ১০ এর ডেপুটি মেয়র সিলভা রেফ,
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস,
আবুল কাশেম,
বীর মুক্তিযোদ্ধা নাসির চৌধুরী,
একুশ উদযাপন পরিষদের সাবেক আহবায়ক টি এম রেজা, শরিফুল মমিন। শাহ জাহান রহমান, শাহজাহান শারু,ইবনে সুহেল,
ফয়সাল উদ্দিন হোসেন, সালাম রহমান,ওবায়দুল ইসলাম রিয়াদ
অস্থায়ী শহীদ বেদীতে পুষ্প স্থাবক অর্পণ করেন বাংলাদেশ দূতাবাস, প্যারিস মেরি ১০এর ডেপুটি মেয়র,
ফ্রান্স আওয়ামী লীগ,
একুশে উদযাপন পরিষদ ফ্রান্স,
অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন
ফ্রান্স, বাংলাদেশ ইকোনমিক চেম্বার,বাংলা অটো স্কুল গ্যারেজ,
ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন,
সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি,
বরিশাল ডিভিশন অ্যাসোসিয়েশন,
বাংলাদেশ ইয়ুথ ক্লাব,
স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্স,
ইপিএস বাংলা,
প্যারিস বাংলা প্রেসক্লাব,
ফ্রান্স বাংলা প্রেস ক্লাব,ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স,
উত্তরবঙ্গ সমিতি,
গাজীপুর জেলা সমিত,
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব,
বাংলাদেশ ইয়ুথ ক্লাব,
শাহজালাল স্পোর্টিং ক্লাব,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,
দুর্গা বাড়ি পূজা উদযাপন পরিষদ,
বাংলাদেশ সার্বজনীন পূজা উদযাপন পরিষদ,
মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ,
গোলাপগঞ্জ হেলপিং ফাউন্ডেশন,
ঘাতক দালাল নিমূল কমিটি,
ফ্রান্স যুব লীগ,

হাজারো কন্ঠে একুশের গান
রালি,
ফ্রান্সে বেড়ে ওঠা শিশু কিশোরদের ৫২ ভাষা আন্দোলনের উপরে চিত্র অংকন প্রতিযোগিতা সহ
বিভিন্নভাবে এই দিবসটিকে পালন করা হয়।
একুশে উদযাপন পরিষদের পক্ষ থেকে আগামীতে বইমেলা সহ আরো বিভিন্ন ধরনের কর্মসূচি নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।