SylhetNewsWorld | হবিগঞ্জ মাদ্রাসার ছাত্র ফুয়াদ নিখোঁজ - SylhetNewsWorld
সর্বশেষ

হবিগঞ্জ মাদ্রাসার ছাত্র ফুয়াদ নিখোঁজ

  |  ১১:৪৮, নভেম্বর ২৮, ২০২০

হবিগঞ্জ প্রতিনিধি,হবিগঞ্জের লাখাই উপজেলা বামৈ গ্রামের শেখ আঃমুমিনের ছোট ছেলে হারানো গিয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম শেখ ফুয়াদ হাসান মুন্না সে হবিগঞ্জ তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাএ গতকাল ২৭/১১/২০২০ইং দুপুর ১টা বাঁজে জুম্মার নামাজের উদ্দেশে মাদ্রাসা থেকে বাহির হয় তারপর থেকেই থাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না, কোন হৃদয়বান ব্যক্তির যদি তার খোঁজ পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।
01718219046

এ বিভাগের অন্যান্য সংবাদ