যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বললেন, আমরা আত্মসমপর্ণ করব না

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা বলেছেন, ইউক্রেন সেনারা আত্মসমপর্ণ করবে না। তবে তিনি রাশিয়ার সঙ্গে আলোনাকে স্বাগত জানিয়েছেন।
ওকসানা মারকারোভার প্রত্যাশা, এই আলোচনার মাধ্যমে ইউক্রেনে রুশ আক্রমণ বন্ধ হবে।
রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল এবিসিতে এক সাক্ষাৎকারে ইউক্রেনের এই রাষ্ট্রদূত বলেন, ইউক্রেন সর্বদা কূটনৈতিক উপায়ে রাশিয়ার সঙ্গে সংঘাত সমাধানে জোর দিচ্ছে। এ সময় তিনি বলেন, আমরা শান্তি আলোচনার জন্য প্রস্তুত, তবে আত্মসমর্পণের জন্য নয়।
ওকসানা মারকারোভা পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে আরও বেশি সামরিক সহায়তা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।