গ্রীসে যাত্রা শুরু করল অরাজনৈতিক সংগঠন “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন “

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, |                          

জাকির হোসাইন চৌধুরী ,গ্রীস থেকে।
স্থানীয় বাংলা -গ্রিক শিক্ষা কেন্দ্রের অডিটোরিয়াম হলে বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ,সমাজের প্রতিনিধি ,রাজনীতিবিদ , শিক্ষা অনুরাগী ও “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ” এর গ্রীস শাখার সভাপতি নুরুল আমিন দেওয়ানের সভাপতিত্বে ,সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় ,সাংগঠনিক সম্পাদক আব্দুর ইয়াসিন রহমান দূর্জয় ও নির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান ঋদয়ের যৌথ উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমানের “সোনার বাংলা” লক্ষে নতুন কমিটি ঘোষণা , দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাফি মোদাস্সের খান জ্যোতি ,নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা ,ও আন্তর্জাতিক কর্পোরেট পরিচালক সরফরাজ রশীদ সুজন (ঢালী) ,সংগঠনের উপদেষ্টা সোহেল হাওলাদারের উদ্বোধনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামিলীগ গ্রীস শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানা মল্লিক ,বাংলা-গ্রীক শিক্ষা কেন্দ্রের সভাপতি দাদন মৃধা ,শরীয়তপুর ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন ফারুখ ,ফরিদপুর ফেডারেশনের সভাপতি আবিদ হানজালা ,মুক্তিযোদ্ধা সন্তান রফিক হাওলাদার ও পীরগোস যুবলীগের আহব্বায়ক ওসমান।
বক্তাগণ সংগঠনের উদ্দেশ্য ও আদর্শ তুলে ধরে আরো বলেন :
সেভ দ্য ফিউচারের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুবিধাবঞ্চিত প্রবাসীদের কর্ম সংস্থানের ব্যবস্থা সহ অভিবাসন আইনি সহায়তা দেয়া ,প্রবাসী শিশুদের শিক্ষা নিশ্চিত করা সহ বাংলা ভাষা ও বাঙ্গালী সংস্কৃতির সাথে পরিচিত করা , প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় উত্তরনে কাজ করা, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা, মূমুর্ষূ রোগীদের স্বেচ্ছায় রক্তদান নিশ্চিত করা সহ সার্বিক আর্ত মানবতার সেবায় কাজ করা। দেশে-বিদেশে দক্ষ শ্রমিক গড়ে তুলে প্রবাসের মাটিতে শ্রমের মর্যাদায় রেমিট্যান্স অর্জনে দেশ গড়ায় ভূমিকা রাখা , মানবিক ও সামাজিক নেতৃত্ব তৈরী করা ,মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, দেশে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ক্যাম্পাসে “হেল্প ডেস্ক” কর্মসূচি পালন করা , বিনা খরচে চিকিৎসা সেবা, জনসচেতনতামূলক কার্যক্রম,সেভ দ্য ফিউচার পাঠাগার, ফ্রি আইনি সহায়তা,কর্মসংস্থান তৈরি , ঈদবস্ত্র, শীতবস্ত্র ও খাবার বিতরণ সহ মানব কল্যাণে সর্বদা মানুষের পাশে থাকা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজনীতিবিদ সোবহান বেপারী,গার্মেন্টস ব্যবসায়ী বেলায়েত হোসেন ,বাংলা-গ্রীক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা সিলভিয়া সেহরীন সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে কয়েক শত প্রবাসীদের রাতের ভোজনে আপ্যায়ণ করা হয়।