স্পেনে বায়তুল মুকাররম মসজিদের খাদিম আব্দুস শুক্কুর অসুস্থঃদোয়া কামনা

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১ | আপডেট: ৯:৩৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

 

সিদ্দিকুর রাহমান, স্পেনঃ
স্পেনে বায়তুল মুকাররম মসজিদের খাদিম আব্দুস শুক্কুর ক্যান্সার রুগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবত অসুস্থ অবস্থায় আছেন।
তার আশুরোগমুক্তির জন্য দেশবাসী ও মাদ্রিদ কমিউনিটির কাছে দোয়া চেয়েছেন উনার পরিবার।

আব্দুস শুক্কুরের দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামে, তিনি ২০০৩ সালে স্পেনের রাজধানী মাদ্রিদে আসেন এবং বসবাস শুরু করেন দীর্ঘদিন যাবত মাদ্রিদের কমিউনিটির মানুষের সাথে উনার চলাফেরা ছিল চোখে পড়ার মতো, মাদ্রিদে আসার পর থেকেই বাঙ্গালীদের পরিচালিত বায়তুল মুকাররম মসজিদে খেদমত শুরু করেন পর্যায়ক্রমে পান মসজিদের খাদিমের দায়িত্ব এবং সঠিকভাবে মসজিদের খেদমত পালন করেন, উনার পরিবার বলেন মসজিদের খেদমত পালনে অনেক মানুষের সাথে উটা বসা করার সুযোগ হয়েছে, উনার চলা ফেরায় যদি কোন ভুল ট্রুঠি করে থাকেন তাহলে উনাকে যেন সবাই আল্লাহ ওয়াস্তে ক্ষমা করে দেন।আব্দুস শুক্কুর অসুস্থ শুনে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন,বায়তুল মুকাররম জামে মসজিদ,শাহজালাল লতিফিয়া জামে মসজিদ,গ্রেটার সিলেট এসোসিয়েশন সহ কমিউনিটির সাবেক বর্তমান শীর্ষ স্থানীয় নেতৃবন্দ পৃথক পৃথক ভাবে উনাকে দেখতে যান, উনার পরিবারের সাথে সব সময় যোগাযোগ করছেন বলে জানান এবং উনার পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে আব্দুস শুক্কুর এর জন্য দোয়া কামনা করেন।