আফগানিস্তানে উদ্ধার কার্যক্রম শেষ করছে বৃটেন

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, |                          

তাদেরকেই উদ্ধার করা হবে। ফলে পেছনে পরে যাচ্ছে উদ্ধারের অপেক্ষায় থাকা হাজারো আফগান। এ খবর দিয়েছে বিবিসি।

বৃটিশ এই গণমাধ্যমটিকে দেয়া এক সাক্ষাৎকারে কার্টার বলেন, আফগানিস্তানে আমাদের আর অল্প কিছু বেসামরিক বিমান রয়েছে। আমাদের উদ্ধার অভিযান শেষ হওয়ার পথে, যা আজকের মধ্যেই সম্পন্ন হতে পারে। এরপর শুধু সামরিক সদস্যদের বাকি বিমানগুলোতে করে ফিরিয়ে আনা হবে।

শুক্রবার বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, তালেবান কাবুল দখলে নেয়ার পর এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৫০০ আফগান ও বৃটিশ নাগরিককে উদ্ধার করেছে দেশটি। তিনি আরও জানান, আফগানিস্তান ত্যাগের সুযোগ থাকা সত্যেও প্রায় ৮০০ থেকে ১১০০ আফগানকে পেছনে রেখেই চলে আসতে হচ্ছে বৃটেনকে। অনেকেই কাবুল বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। আফগানিস্তান এখন যে কোনো সময়ের থেকে বেশি অনিরাপদ। ফলে বিমানবন্দর পর্যন্ত পৌছানো সহজ নয়। উল্লেখ্য, ২০০১ সালে যখন যুক্তরাষ্ট্র তালেবানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তখন বৃটেন ছিল দেশটির প্রধান মিত্র।