তালেবানদের সবার সমর্থন করা উচিত: চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১ | আপডেট: ৪:৩৬:অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১

চাপ দেওয়ার বদলে বিশ্বের উচিত তালেবানদের সমর্থন করা- এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক র‍্যাবের সঙ্গে ফোনালাপে চীনামন্ত্রী এসব বলেছেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ওয়াং বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটিকে আরো চাপ প্রয়োগ না করে ইতিবাচক দিক নির্দেশনা দেওয়া। আফগানিস্তানকে ভূ -রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা উচিত নয় বরং তার স্বাধীনতা এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত।

চীন এখনো আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি। তবে গত মাসে সংগঠনটির রাজনৈতিক অফিসের প্রধান মোল্লা বারাদারের সঙ্গে একটি বৈঠক করেছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিয়ানজিনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেছিলেন, আফগানিস্তানের শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় তালেবানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।