ব্রিটেনে করোনায় বৃহস্পতিবার আক্রান্ত ৪৮,৫৫৩ জন, মৃত্যু ৬৩ জনের

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১ | আপডেট: ৪:৫২:অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১

ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮,৫৫৩ জন। যা গত ১৫ জানুয়ারীর পর সর্বাধিক। গতকাল বুধবার ছিলো ৪২,৩০২ জন, মঙ্গলবার ছিলো ৩৬,৬৬০জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৮১ হাজার ৯৮ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৮৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৬৩ জনের । গতকাল বুধবার ছিলো ৪৯ জন, মঙ্গলবার ছিলো ৫০ জন, সোমবার ৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫৯৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৪৬৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৪২৮ জন।