ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের মির্জার ফুল দেয়া নেয়া হল

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মে ২২, ২০২১ | আপডেট: ৪:৩৫:অপরাহ্ণ, মে ২২, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন তার ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শনিবার বিকাল ৩টা ৫০ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় মন্ত্রীর সরকারি বাসভবনে দেখা করতে যান কাদের মির্জা।

মেয়র কাদের মির্জা গণমাধ্যমকে বলেন, মন্ত্রী মহোদয়ের (ওবায়দুল কাদের) সঙ্গে কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাকে সংকট নিরসনে কিছু নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ গত ৩০ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কাদের মির্জা। এর আগে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে দুই ভাইয়ের দেখা হয়েছিল