স্পেনের রাজার কাছে পরিচয় পত্র প্রদান করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১ | আপডেট: ৮:১১:অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

 

সিদ্দিকুর রাহমান স্পেন থেকেঃ
স্পেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ দেশটির রাজা ষষ্ঠ ফেলিপের কাছে তার পরিচয়পত্র প্রদান করেছেন। সোমবার (২৬ এপ্রিল) রাজধানী মাদ্রিদে স্পেনের রাজকীয় প্রাসাদে আড়ম্বরপূর্ণ পরিবেশে পরিচয় প্রদান অনুষ্ঠানে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিচয়পত্র প্রদানের পর স্পেনের রাজা এবং বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের দায়িত্ব পালনকালে স্পেন- বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন।
রোহিঙ্গাদের আশ্রয় দানের জন্য রাজা বাংলাদেশ সরকারের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত রাজাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।