পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতা রাষ্ট্রের জন্য ‘অসম্মানজনক’: রব

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, |                          

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব বলেছেন, কোনরকম কূটনৈতিক যোগাযোগ ছাড়াই হাঙ্গেরিকে ৫০০০ ডোজ টিকা উপহারের ঘোষণা কোনক্রমেই বাংলাদেশের দক্ষ কূটনীতির প্রতিফলন নয়। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের ঘনিষ্ট সম্পর্কের উপর নির্ভর করে উপহারের কূটনীতি। যে কোন রাষ্ট্রকে দান, অনুদান বা উপহার দেয়ার বিষয়ে অতিরিক্ত আবেগ ও অযৌক্তিক মনোবৃত্তি পররাষ্ট্র মন্ত্রনালয়ের থাকা উচিত নয়। সকল প্রশ্নকেই কূটনীতির মাপকাঠিতে পর্যালোচনা করতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতা রাষ্ট্রের জন্য অসম্মানজনক। শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, প্রকাশিত সংবাদে দেখা যায়, হাঙ্গেরি টিকা চায়নি। কিন্তু আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন হাঙ্গেরি টিকা চেয়েছে। অদক্ষ কূটনীতির ফলে সৃষ্ট রাষ্ট্রীয় অসম্মান সরকারের আত্মতৃপ্তির বিষয় হতে পারে না।

আমরা মনে করি এর সাথে আত্মমর্যাদা ও নৈতি