স্টাফ রিপোর্টারঃ সিলেটের ২৭নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী
সামাজিক সংগঠন পাঠান পাড়া সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত এই কার্যক্রমে মোট ২৮০ জন রোগী সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে চশমা ১২০ জন
ফ্রিতে ছানি অপারেশন ৫৫ জন রোগীর।
বাকিদের বিনামূল্যে ঔষধ প্রদান।
উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পাঠান পাড়া সমাজ কল্যাণ যুব সংস্থার উপদেষ্টা ছালিক খান, মাহবুব আলম খান, জমির খান, ইকতার হোসেন খান, মনসুর হোসেন খান। এছাড়া
আরো উপস্তিত ছিলেন কার্যকারী কমিটির সভাপতি হাসানুজ্জামান খান হাসান, সহ সভাপতি সালাউর রহমান খান, সংস্থার সাধারণ সম্পাদক নাকিব খান, সহ সাধারণ সম্পাদক রিজু খান, সাংগঠনিক সম্পাদক আদনান খান, কোষাধ্যক্ষ আব্দুললাহ জামান খান, প্রচার সম্পাদক জসিম খান, সহ প্রচার সম্পাদক আবদুর রহমান খান, ক্রীড়া সম্পাদক রিজওয়ান খান, সহ ক্রীড়া সম্পাদক মুবিন খান, দপ্তর সম্পাদক হাসান খান,
শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিজানুল হক খান, সমাজকল্যাণ সম্পাদক সাদাত খান, কার্যকারী কমিটির সদস্য সাজু খান, তাহমিদ খান।
এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সদস্যরা মুক্তা, আরিফ, তাসিন, মনোওয়ার,নাহিয়ান, আরিয়ান, সিয়াম।