৪ দফা দাবি বাস্তবায়নে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলার মানববন্ধন

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

৪ দফা দাবি বাস্তবায়নে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলার মানববন্ধন

ঔষধ ব্যবসায়ীদের ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ মে) সকালে নগরীর মিরবক্সটুলাস্থ বিসিডিএস ভবনে সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাখার সহ সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ও পরিচালক মোঃ মুবিন আহমদের পরিচালনায় সারাদেশের ন্যায় সিলেট আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাখার পরিচালক যথাক্রমে আব্দুল করিম বড় ভুইঞা, মিফতাহুল হুসেন সুইট, জহিরুল ইসলাম, কবির আহমদ, আব্দুল মুক্তাদির, ঔষধ ব্যবসায়ী আব্দুর রকিব প্রমুখ। এছাড়াও সিলেটের অসংখ্য ঔষধ ব্যবসায়ীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ ও ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে। বক্তারা কমিশনে ঔষধ বিক্রি না করে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করার জন্য ঔষধ ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে ঔষধ ব্যবসায়ীদের ৪দফা দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ