সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৫

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, স্বাধীনতার পর থেকে এদেশের শ্রমিকদেরকে রাজনীতির হাতিয়ার ও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কোন কাজ হচ্ছে না। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতিই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে তৃণমূল শ্রমিকদের শামিল হতে হবে। তিনি বলেন, খোদাভীরু সৎ নেতৃত্বই পারে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। তাই শ্রমজীবীদেরকে কুরআন ও হাদীসের আলোকে মুত্তাকি হিসেবে গড়ে উঠার শপথ নিয়ে কাজ করার আহবান জানান।

তিনি গতকাল ২০ মে মঙ্গলবার সকালে নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি মহিবুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অফিস সম্পাদক রুহুল আমীন, সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা ফারুক আহমদ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, কোষাধক্ষ্য মিজানুর রহমান মোল্লা, অফিস সম্পাদক বাহার উদ্দিন, প্রচার সম্পাদক আবুল কাশেম, আলমগীর হোসেন, সালমান, রুবেল আহমদ, কার্যকারী কমিটির সদস্য মোবারক আলী, রাসেল হোসেন আলম প্রমুখ।
প্রধান অতিথির অধ্যাপক হারুনুর রশিদ খান আরো বলেন, রিক্সা শ্রমিকরা মানুষ হয়ে মানুষ টানে রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করেন। আধুনিকতার ছোয়ায় ব্যাটারি লাগিয়ে রিক্সা চালালে কষ্ট অনেক কমে যায়; কিন্তু প্রশাসন ব্যাটারী চালিত রিক্সা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দেশের বিভিন্ন জেলায় ব্যাটারী চালিত রিক্সা চলাচল করলেও সিলেটে বৈষম্যের শিকার হচ্ছেন রিক্সা শ্রমিকগণ। তিনি ব্যাটারী চালিত রিক্সা সিলেটে নগরীতে চলাচলের অনুমতি প্রদানে প্রশাসনের প্রতি আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ