সোমবার (১৯) মে বাদ মাগরিব বাঘা ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার ৮নং ওয়ার্ডের সভাপতি হাফিজ শামিম আহমদ প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবায়েব আহমদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল, ইউনিয়ন যুব জমিয়ত সভাপতি মাওলানা আতিকুর রহমান, ইউনিয়ন ছাত্র জমিয়ত যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন রাবেল, প্রচার সম্পাদক মাহবুব আহমদ, সংবর্ধিত অতিথি ৯নং ওয়ার্ডের সদ্য বিদায়ী সভাপতি হাফিজ শামিম আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার ওয়ার্ড পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।