জীবন মান উন্নয়ন করতে গিয়ে আমরা যেনো মানসিক দাস না হই -ড.আমিনুর রহমান

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত মে ১৯, ২০২৫
জীবন মান উন্নয়ন করতে গিয়ে আমরা যেনো মানসিক দাস না হই -ড.আমিনুর রহমান

রোববার (১৮ মে ) বাংলাদেশ কমিউনিটি ইন দেজন এর উদ্যোগে দক্ষিণ কোরিয়ার দেজন শহরে আয়োজন করা হয় ফেস্টিভ্যাল অব ইউনিটি।

বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে নবাগত বাংলাদেশীদের বরণ করে নেয়ার পাশাপাশি সদ্য শিক্ষা সনদ প্রাপ্ত বাংলাদেশীদেরকেও সংবর্ধনা প্রধান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংসো ইউনিভার্সিটির এসিস্টেন্ট প্রফেসর ডক্টর মো: আমিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি এবং আমাদের আসার উদ্দেশ্য জীবন মানের উন্নয়ন। জীবন মানের উন্নয়ন করতে গিয়ে আমরা যেনো মানসিক দাসে পরিণত না হই। মানসিক দাস তারাই যারা কেবল অভিযোগ করতেই অভ্যস্ত কিন্তু সমাধান খুঁজতে নারাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রেজাউল করিম। ফজলে রাব্বি রোহানের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুভন সোহরাব। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপিস্থত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান আকাশ, রুয়েল আহমদ, জাকারিয়া, সাউফুল, আল-আমিন, শোভজিত কুন্ড, মনির প্রমুখ।