সিলেট ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মে ১১, ২০২৫
অভিযাত্রী কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপ ২৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও আরবান কমিউনিটি ভলান্টিয়ার্স সিলেটের সিনিয়র সদস্য কানাডা প্রবাসী নাহিদ আহমদকে আরবান কমিউনিটি ভলান্টিয়ার্স সিলেটের পক্ষ থেকে (১১) মে রবিবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবান কমিউনিটি ভলান্টিয়ার্স সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মামুন হোসেন,শ্রেষ্ঠ সেচ্ছাসেবক ও সিনিয়র সদস্য আব্দুল আলিম জুয়েল, আবু বক্কর সিদ্দিক, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, শ্রেষ্ঠ সেচ্ছাসেবক আব্দুল্লাহ মোঃ আদিল,শ্রেষ্ঠ সেচ্ছাসেবক খালেদ আহমদ,শ্রেষ্ঠ সেচ্ছাসেবক হৃদয় আহমদ, রেশমা, মুজিবুর রহমান, ইমন আহমদ,ফৌজিয়া নিশাত,মঈন উদ্দিন মঈন,খাদিজা বেগম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025