সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫
রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের কুচাই দক্ষিণপাড়াস্থ ক্লাব প্রেসিডেন্ট এর বাড়িতে ক্লাবের ইফতার মাহফিল ও রেগুলার মিটিং অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর প্রেসিডেন্ট রোটারিয়ান কামরান কবির এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান অলিউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের ট্রেজারার রোটারিয়ান রাজেশ দত্ত সিপি, রোটারিয়ান মোঃ আমিনুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আরিফ আহমেদ চৌধুরী, পিপি রোটারিয়ান আব্দুন নূর রুয়েল, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, পিপি রোটারিয়ান সুলতান রাজু, সাবেক সেক্রেটারি রোটারিয়ান আনোয়ার কবির, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, রোটারিয়ান বদরুল হোসেন চৌধুরী, নবাগত সদস্য রোটারিয়ান মাহবুবুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর ২০২৫-২০২৬ রোটারি বর্ষের জন্য রোটারিয়ান আরিফ আহমেদ চৌধুরীকে প্রেসিডেন্ট এবং রোটারিয়ান রাজেশ দত্তকে সেক্রেটারি ও রোটারিয়ান আনোয়ার কবিরকে প্রেসিডেন্ট নমিনি হিসাবে মনোনীত করা হয়। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে অসহায় মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন ক্লাব নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আর্তমানবতার কল্যাণে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে রোটারি ক্লাবগুলো বহির্বিশ্বে সুনাম অর্জন করেছে। রোটারি ক্লাবের মানবসেবামূলক কাজগুলো গ্রহণ করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। বক্তারা বলেন, বন্যা, করোনা সহ দেশের বিভিন্ন দূর্যোগে রোটারিয়ানরা সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে বঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতেও ক্লাবের পক্ষ থেকে সকল সেবামূলক কাজ অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025