সিলেট দক্ষিণ সিটি বাস্তবায়নের দাবিতে বহির্বিশ্বে আহ্বায়ক কমিটি গঠন

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ | আপডেট: ৪:০৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

এইচ এম দবির তালুকদার, স্পেন ঃ

সিলেট দক্ষিণ সিটি বাস্তবায়নের দাবিতে বহির্বিশ্বে বসবাসরত দের আহবায়ক কমিটি গঠন।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাকে “সিলেট দক্ষিণ ” সিটি কর্পোরেশন বাস্তবায়নের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলাবাসীর  সমন্বয়ে   এক ভার্চুয়াল  মতবিনিময় সভার মাধ্যমে  আহবায়ক কমিঠি ঘোষনা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দিক্ষিণ সুরমার নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে
প্রয়োজনে এ কমিটি বর্ধিত করন  সহ উপদেষ্টা কমিটি শিগ্রই গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ ।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজ সেবী, কমিউনিটি ব্যক্তিত্ব  স্পেন ও  ইউকে প্রবাসী  আব্দুল কাইয়ূম পংকি কে আহবায়ক এবং জার্মানী প্রবাসী  বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজ কর্মী নজরুল ইসলাম খালেদেকে সদস্য সচিব করে প্রাথমিক অবাস্থায় ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ করা হয়, কমিটির যোগ্ন আহবায়করা হলেন ফয়েজ উদ্দিন এম বি ই (যুক্তরাজ্য), শ্যামল কান্তি চন্দ্র (যুক্তরাষ্ট্র), আবেদ রাজা (যুক্তরাজ্য), মকসুদ রহমান (যুক্তরাজ্য), সাংবাদিক সেলিম আলম (স্পেইন), মোহাম্মেদ রেজাউল করিম ( ফ্রান্স) এবং মোহাম্মেদ মুজিব হুসেন (যুক্তরাজ্য) সন্মানিত সদস্যরা হলেন ময়নুল হক চৌধুরী হেলাল (যুক্তরাষ্ট্র),  ব্যারিস্টার মুস্তাক আহমেদ (যুক্তরাজ্য),ফকির ইলিয়াস (যুক্তরাষ্ট্র)  কামাল উদ্দিন(যুক্তরাজ্য)
বদরুল ইসলাম ( যুক্তরাষ্ট্র), বজলু রহমান (যুক্তরাজ্য), নুরুল মোস্থফা রায়হান (কানাডা) ,হুমায়ুন আহমেদ চৌধুরী  (যুক্তরাষ্ট্র), নজরুল ইসলাম (কুয়েত), বখতিয়ার হুসেন শামিম (ফ্রান্স), খালেদ চৌধুরী (যুক্তরাজ্য),
সামছুল ইসলাম টিটু (ইতালি) এমরান শিকদার (যুক্তরাজ্য) এবং মোহাম্মদ শাহজাহান (যুক্তরাজ)।
উল্ল্যেখ্য গত ১২ আগষ্ট স্পেনের মাদ্রিদে প্রথম দক্ষিন সুরমা কে স্বতন্ত্র সিটি কর্পোরেশন ঘোষনার দাবিতে মত বিনিময় সভা এবং ৩১ আগষ্ট  জুম আপ্স এর মাধ্যমে  বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান রত দিক্ষিণ সুরমার প্রবাসী দের নিয়ে ভার্চুয়াল মিটিং করা হয়, এরই দ্বারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর ২০২০ তারিখে এ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ   সিলেটের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই   অঞ্চল কে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করে সরকারের কাছে অনতিবিলম্বে স্বতন্ত্র ‘ সিলেট দক্ষিণ ’ সিটি কর্পোরেশন বাস্তবায়নের  অনুরুধ জানান একই সাথে তাদের কার্যক্রম প্রবাসে পরিচালনা এবং দেশের সচেতন নাগরিক দিক্ষিণ সুরমার বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে আরেক টি আহবায়ক কমিঠি গঠনের মাধ্যমে তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলেও  জানান।

দক্ষিণ সুরমার ভৌগলিক অবস্থান, জন সংখ্যা ও বাংলাদেশের অর্থনিতিতে দক্ষিণ সুরমার গুরুত্ব সহ সার্বিক বিষয় চিন্তা করে  প্রবাসী বান্দব সরকার দ্রুত ব্যবস্থা নেবেন বলে তারা আশাবাদী,তারা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় এমপি মহোদয় মাহমুদ উস সামাদ কয়েছ এর সহযোগীতা  কামনা করেন, এ দাবী  বাস্তবায়িত হলে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ সুরমাবাসীর প্রত্যাশা পূরণ হবে। তারা মনে করেন ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রাধান মন্ত্রী  শেখ হাসিনা যোক্তিক এ দাবী পুরনে যথাযথ কর্তিপক্ষ কে নির্দেশনা দিয়ে সিলেটের উন্নয়নকে আরো এক দাপ এগিয়ে নেবেন।