
সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৮ প্রতিষ্ঠানকে সাড়ে পনেরো লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। বুধবার (৯ ডিসেম্বর) সিলেট ও হবিগঞ্জ জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে বুধবার দুপুর ১২টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর কয়েকটি দল সিলেটের ফেঞ্চুগঞ্জ ও হবিগঞ্জ জেলার সদর ও বাহুবল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মেয়াদউর্ত্তীণ ও ভেজাল দ্রব্যাদী রাখার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে মোট ১৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ, র্যাব-৯ এর মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি কামরুজ্জামান ও মেজর আহমেদ নোমান জাকি।
আদায়কৃত অর্থ রাষ্টীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র ওবাইন।