সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
সিলেটে বেশ কয়েক ঘণ্টা ধরেই অসুবিধা পোহাতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার ব্যবহারকারীদের। মোবাইল ফোন এবং ডেস্কটপ উভয় মাধ্যমেই মেসেঞ্জার ব্যবহারকারীরা ঠিকমতো বার্তা আদান-প্রদান করতে পারছেন না।
মেসেঞ্জার ব্যবহারকারী সিলেটের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেল থেকে এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। ব্যাহত হচ্ছে অনেক দাপ্তরিক কাজ-কর্মও।
এদিকে, অনলাইন সার্ভিসগুলোর সার্ভারের বর্তমান অবস্থা প্রদর্শনকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর’র তথ্য অনুযায়ী- প্রতি মিনিটে হাজার হাজার ব্যবহারকারী এ বিষয়ে তাদের কাছে অভিযোগ করছেন। মেসেঞ্জারের মাধ্যমে মেসেজিং, কল কিংবা ছবি আদান-প্রদানে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাদেরকে।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এখন পর্যন্ত এ সমস্যার কারণ কিংবা প্রতিকার সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : West World Shopping City (7nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
Web : www.SylhetNewsWorld.com