সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
আজিজ উল্লাহ, টেকনাফ:
দেশের সর্ব দক্ষিণের সীমান্ত জনপদ টেকনাফের বাহারছড়া শামলাপুর এক যাক তর তরুণদের হাতে গড়া ক্লাব যুব উন্নয়ন সংঘ হেঁটে হেঁটে পা পা করে ৩০ বছরের পা রেখেছে তারই উপলক্ষে ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
রবিবার(১০) রাত আনুমানিক ৯.০০ টায় শামলাপুর প্রাথমিক বিদ্যালয়ের নিচে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়।পরে সংবদ্ধভাবে নৈশভোজ শেষে সংগঠনের ভবিষ্যতে করনীয় নির্ধারনে বসে আলাপ-আলোচনা করা হয়।শামলাপুরের উক্ত যুব উন্নয়ন সংঘটি প্রতিষ্ঠা হয়েছিল গত ১৯৮৮ সালে। এই সংঘের বর্তমানে দায়িত্বে রয়েছে সভাপতি হিসেবে রফিক উল্লাহ- সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক জাফর আলম।এছাড়া আজকের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নুর মোহাম্মদ ইনচার্জ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র,মৌলভী আজিজ উদ্দিন চেয়ারম্যান, ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদমৌলভী রফিক উদ্দিন সাবেক ভাইস চেয়ারম্যান, টেকনাফ উপজেলা পরিষদ,সাইফুল্লাহ কোম্পানি সভাপতি -আওয়ামীলীগ বাহারছড়া ইউনিয়ন শাখা,নুরুল হক-সাবেক আহ্বায়ক,আওয়ামীলীগ বাহারছড়া ইউনিয়ন শাখা,মোঃআজিজুল ইসলাম ইউপি সদস্য ২নং ওয়ার্ড, ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ,মোহাম্মদ ইউনুছ
ইউপি সদস্য ১নং ওয়ার্ড,৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ,জাহেদ আলম,সভাপতি -১নং ওয়ার্ড যুবলীগ,
মোহাম্মদ আলী বিশিষ্ট ব্যাবসায়িক,আব্দু শুক্কুর সোনার বাংলা,আবুল কালাম-সহ-সভাপতি শামলাপুর যুব উন্নয়ন সংঘ ছৈয়দুল ইসলাম,সহ-সভাপতি
শামলাপুর যুব উন্নয়ন সংঘ,জাহেদ আলম,সহ-সভাপতি শামলাপুর যুব উন্নয়ন সংঘ, আব্দুল গফুর-সহ-সভাপতি শামলাপুর যুব উন্নয়ন সংঘ,
মোহাম্মদ ইসলাম-কার্য্যকরি কমিটি.শামলাপুর যুব উন্নয়ন সংঘ,সাইফুল্লাহ -কার্য্যকরি কমিটি,
শামলাপুর যুব উন্নয়ন সংঘ,দেলোয়ার হোসাইন-যুগ্ন সাঃসম্পাদক,শামলাপুর যুব উন্নয়ন সংঘ,রফিক উল্লাহ-কোষাধ্যক্ষ শামলাপুর যুব উন্নয়ন সংঘ,এবং জাফরুল ইসলাম,আবুল মনজুর, শাকের উল্লাহ বাহাদুর,আবুল কালাম কালাম আবু,মুজিব উল্লাহ ইত্যাদি উক্ত ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংঘের সভাপতি বলেন,’ আমরা বাহারছড়া ইউনিয়নের প্রত্যেক শ্রেণীর মানুষের ভালবাসায়,আজ দীর্ঘ ৩০টি বছর পার করেছি।আগামীতেও আমরা শামলাপুর যুব উন্নয়ন সংঘের সকল সদস্যদের নিয়ে এলাকার হতদরিদ্র পরিবারের পাশে থাকব ইনশাআল্লাহ,সেই সাথে যেসব হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েরা লেখা পড়া করতে কষ্ট হচ্ছে তাদেরও সর্বাত্বক সহযোগিতা করব এবং সমাজে ও এলাকাতে যে সব মানুষ মাদকের সঙ্গে জড়িত এবং অসামাজিক কার্যকলাপে যুক্ত আছে তাদের বিরুদ্ধে জোর প্রতিবাদসহ আইনের কাছে তুলে দেব ইনশাআল্লাহ।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : West World Shopping City (7nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
Web : www.SylhetNewsWorld.com