ফাইনালে উঠল ম্যান সিটি

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, |                          

নগর প্রতিদ্বন্দ্বী শক্তিশালী দল ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি।

বুধবার রাতে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী ম্যান ইউকে কোনো সুযোগই দেয়নি ম্যান সিটি।

ঘরের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয়ার্ধে নাস্তানাবুদ হয়েছে ম্যান ইউ।

প্রথমার্ধে ছন্দহীন খেলেছে ম্যানসিটি। লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি। ধারণা করা হচ্ছিল, শেষ চার থেকেই বিদায় নিচ্ছে পেপ গার্দিওলার শিষ্যরা।

তবে ম্যাচের নবম মিনিটে সিটির শিবিরে কাঁপন ধরিয়ে দেয় ম্যান ইউ। ব্রুনো ফার্নান্দেসের জোরালো শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে সেটি রুখে দেন ম্যান সিটির ২৫ বছর বয়সী গোলরক্ষক জ্যাক স্টিফেন।

গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে নেমে দুর্দান্ত শুরু করে প্রথমার্ধের ছন্দহীন ম্যান সিটি। দলে যায় ম্যান সিটির চেহারা। ম্যান ইউর রক্ষণে একের পর এক আক্রমণ চালাতে থাকে ।

ম্যাচের ৫৩ মিনিটে ম্যান ইউর জালে বল জড়ান জন স্টোনস। সময়তায় ফিরতে চেষ্টা চালিয়ে যেতে থাকে ম্যান ইউ। উল্টো ৮৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল হজম করে তারা।

ডি-বক্সের বাইরে থেকে বুদ্ধিদীপ্ত এক ভলিতে জাল বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফার্নান্দিনহো।

রেফারির বাঁশিতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। আগামী ২৫ এপ্রিল লিগ কাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বী কোচ হোসে মরিনহোর টটেনহ্যামের মুখোমুখি হবে পেপ গার্দিওলার শিষ্যরা।