বাবলু আহমেদ চ্যাম্পিয়ন ও পদক পেয়েছে ফরহাদ হাসান

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২ | আপডেট: ১২:০৬:অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

দেশ বরন্য চিটাগংয়ের আলোকিত কমিশনার শৈবাল দাস সুমন আয়োজিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম বডিবিল্ডিং কম্পিটিশন বিএবিবিএফ মেক্স শৈবাল দাস সুমন ক্লাসিক ২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের সেরা জীম মানষ জিম এবং সিলেটের সাড়া জাগানো জিম আয়রন ওয়ারিয়র্স গ্রুপ রানার্সআপ হয়েছে। আয়রন ওয়ারিয়র্স জিম থেকে অংশগ্রহণ করে ৬৫ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন সাকিব আলম জিম, ৬০ কেজি ওজন শ্রেণীতে মোঃ বাবলু আহমেদ চ্যাম্পিয়ন এবং তাম্র পদক পেয়েছে ফরহাদ হাসান। টিম আয়রন ওয়ারিয়র্সের কোচ এবং স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল খালেদ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাদেশের বডিবিল্ডিং জগতের অন্যতম সেরা প্লাটফর্ম রিফাত রাব্বির ওয়ারিয়র্স টক।