সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, |                          

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে দায়ের মামলাটি তদন্তের জন্য পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কে নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম বুধবার এ আদেশ দেন। এ ব্যাপারে ওই আদালতের পেশকার মিজান বলেন, পিবিআইকে আগামী ৩১শে জানুয়ারি প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২৯ ডিসেম্বর তারিখে দেলোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় সাঈদ খোকন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও মো. ওয়ালিদকে আসামি করা হয়েছে।

বাদী তার মামলায় উল্লেখ করেন, সাঈদ খোকনসহ অন্যান্য আসামীরা রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ ব্লকে নির্মিত নকশা বহির্ভূত স্থাপনাগুলো বৈধতা দেওয়ার কথা বলে দোকান বরাদ্ধের নামে অর্থ আত্মসাত করার হীন মানষে ষড়যন্ত্রমূলকভাবে সাধারণ ক্ষুদ ব্যবসায়ীদের নিকট হতে ৩৪ কোটি ৮৯ লক্ষ ৭০ হাজার ৫শ ৭৫ টাকা আত্মসাত করেন।