ভারতকে ৩৬ রানে গুঁড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়াও অবাক

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ | আপডেট: ৭:০৫:অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০

অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েও লজ্জার রেকর্ড গড়ল ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলকে ৩৬ রানে গুঁড়িয়ে দিয়ে প্রশংসায় ভাসছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনে শনিবার প্যাট কামিন্স ও জস হ্যাজলউডের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। ৮৮ বছরের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে যায় ভারত।

প্রথম ইনিংসে তিন উইকেট নেয়া কামিন্স দ্বিতীয় ইনিংসে ২১ রানে নেন চার উইকেট।

ভারতকে গুঁড়িয়ে দেয়ার পেছনে অগ্রণী ভূমিকা পালন করা কামিন্স বলেছেন, আমাদের টার্গেট ছিল ভারতকে ২০০ রানের মধ্যে আটকে রাখার কিন্তু দিনের প্রথম ঘণ্টায় যা হয়েছে তা বিস্ময়কর; যা করতে চেয়েছি সৌভাগ্যবশত তার সবই কার্যকর হয়েছে।

  • প্রথম ইনিংসে মাত্র এক উইকেট শিকার করা জস হ্যাজলউড দ্বিতীয় ইনিংসে মাত্র আট রানে তুলে নেন ভারতীয় ৫ ব্যাটসম্যানের উইকেট। অসি এই তারকা পেসার খেলা শেষে বলেছেন, আমার মনে হয় না সব কিছু পরিকল্পনা মতো হয়েছে।