সিলেট ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান তোলে সফরকারী পাকিস্তান। অভিষেক ম্যাচে জ্যাকব ডাফির সেরা বোলিংয়ে কিউইরা ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। যদিও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনসহ এই ম্যাচে বিশ্রামে ছিলেন নিউজিল্যান্ডের একগাদা ক্রিকেটার।
শুক্রবার (১৮ ডিসেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান। শুরুতইে অভিষিক্ত জ্যাকব ডাফির তোপে মুখে পড়ে পাকিস্তান টপ অর্ডার। টানা দুই ওভারে মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিককে ফেরান ডাফি। পরে ঘুরে দাঁড়িয়ে তারা ২০ ওভারে তোলে ১৫৩ রান।
দলীয় ২০ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার রিজওয়ান ১৭ রান করলেও শফিক-হাফিজরা রানের খাতাই খুলতে পারেনি। এরপর দলের হাল ধরেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন শাদাব খান। খুশদিল-ইমাদরা উইকেটে থিতু হতে না পারলেও ৪২ রান তোলেন শাদাব। ইমাদের ৩ ছক্কা ২ চারে ১৮ বলে ৩১ রানের ইনিংসে ১৫৩ রানের পুঁজি পায় পাকিস্তান।
জ্যাকব ডাফি নেন ৩৩ রানে ৪ উইকেট। এই প্রথম নিউ জিল্যান্ডের কোনো বোলার টি-টোয়েন্টি অভিষেকে পেলেন ৪ উইকেটের দেখা।
জবাব দিতে নেমেই চাপে পরে নিউজিল্যান্ড। মার্টিন গাপটিলকে দ্রুত ফেরান শাহিন শাহ আফ্রিদি। ডেভন কনওয়ে ফিরতি ক্যাচ দেন হারিস রউফকে। ৪ ওভারের মধ্যেই নিউজিল্যান্ড হারায় ২ উইকেট। তবে ওপেনার সেইফার্ট খেলেন জয়ের ভীত গড়ে দেয়া ৫৭ রানের ইনিংস।
ডেভন কনওয়ে ৫ রানে আউট হলে গ্লেন ফিলিপসের ২৩ আর মার্ক চ্যাপম্যানের ৩৪ রানে ম্যাচে নিয়ন্ত্রণ রাখে কিউইরা। শেষ দিকে রান-বলের সমীকরণ কঠিন হতে না দিয়ে দলকে জয় এনে দেন জিমি নিশাম ও মিচেল স্যান্টনার।
অভিষেক ম্যাচে ৪ উইকেট শিকার করা ডাফি হয়েছেন ম্যাচ সেরা।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ২০ ওভারে ১৫৩/৯ (রিজওয়ান ১৭, শফিক ০, হায়দার ৩, হাফিজ ০, শাদাব ৪২, খুশদিল ১৬, ইমাদ ১৪, ফাহিম ৩১, ওয়াহাব ৯, আফ্রিদি ১০*, রউফ ০*; স্যান্টনার ৪-০-১৮-০, ডাফি ৪-০-৩৩-৪, কুগেলাইন ৪-০-২৭-৩, সোধি ৪-০-৩৭-১, টিকনার ৪-০-৩৫-০)।
নিউ জিল্যান্ড : ১৮.৫ ওভারে ১৫৬/৫ (গাপটিল ৬, সাইফার্ট ৫৭, কনওয়ে ৫, ফিলিপস ২৩, চাপম্যান ৩৪, নিশাম ১৫*, স্যান্টনার ১২*; আফ্রিদি ৪-০-২৭-২, ইমাদ ২-০-১৪-০, রউফ ৪-০-২৯-৩, ফাহিম ৩-০-১৮-০, ওয়াহাব ৩.৫-০-৪৫-০, শাদাব ২-০-২২-০)।
ফল : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী, ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : Al Marjan Shoping Centre (3nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
২০১০ সাল থেকে শুরু – সরকারি নিবন্ধনের আবেদনকৃত নিউজ পোর্টাল।