মাদারীপুরে করোনা যোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে বিএমএ মাদারীপুর জেলা

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ | আপডেট: ৬:২২:অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০

#মাদারীপুর প্রতিনিধি#

করোনা যোদ্ধাদের সম্মাননা শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়েছে বিএমএ মাদারীপুর জেলার আয়োজনে‌।গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় লেকভিউ রেস্তোরায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএ মাদারীপুরের সভাপতি ডাঃআঃবারি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাচীপের সভাপতি ডাঃমোঃরেজাউল আমিন হাওলাদার, নুরজাহান সেলিম নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃগোলাম সারোয়ার।এতে
স্বাগত বক্তব্য রাখেন বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃশক্তি রঞ্জন মন্ডল,করোনা হিরোদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম,
অনুষ্ঠান পরিচালনা করেন স্বাচীপের সাধারণ সম্পাদক ডাঃশশাঙ্ক চ্ন্দ্র ঘোষ,সম্মাননা পেয়ে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার। অনুষ্ঠানের সভাপতি সিভিল সার্জন ডাঃমোঃসফিকুল ইসলাম অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় মেডিক্যাল অফিসার ডাঃখলিলুজ্জামান হিমু এতে সভাপতির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃমোঃসফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকরাম হোসেন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের সেলস ম্যানেজার মোঃ সেলিম খান। অনুষ্ঠানে
ভয়াল করোনা মহামারির ফর্ন্টলাইনার করোনাযোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান করা হয় মাদারীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সফিকুল ইসলাম,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকরাম হোসেন, বিএমএ সভাপতি ডাঃআঃ বারি, সাধারণ সম্পাদক ডাঃশক্তি রঞ্জন মন্ডল,স্বাচীপ এর সভাপতি ডাঃমোঃরেজাউল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র ঘোষ, এছাড়া বহির্বিশ্বে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির সভাপতি প্রবাসী সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার কে সহ অন্যান্যদের সম্মাননা প্রদান করা হয়। করোনা যোদ্ধাদের সম্মাননা শুভেচ্ছা ও অভিনন্দনের এই আয়োজনে প্রগ্রাম পার্টনার ছিলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন ডাঃরুনিয়া বেগম আলো,ডাঃমাহবুবা সুলতানা,ডাঃশারমিন, বিশিষ্ট শিল্পপতি আশিফ শাহরিয়ার রাজিব,ডাঃসিদ্দিক,ডাঃঅখিল সরকার,ডাঃরিয়াদ,ডাঃপ্রানেশ কুমার বৈদ্য,ডাঃজয়ন্তী বিশ্বাস সহ অন্যরা।
বক্তারা করোনা প্রাক্কালে করোনা যোদ্ধা ডাক্তারদের ভুয়োসী প্রশংসা করেন এবং করোনা সেকেন্ড ওয়েভ মোকাবেলায় পূর্বের অভিঞ্জতা কাজে লাগানোর আহ্বান জানান।স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এবং বিএমএ মাদারীপুরের আয়োজনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান,আগামীতেও যেকোন দুর্যোগ মোকাবেলায় আরো উৎসাহিত হবে আমাদের স্বাস্থ্য খাত এমনটি প্রত্যাশা সবার।