জৈন্তাপুর সমিতি ইউকে’র নতুন কমিটি মনসুর আলম সভাপতি,বাসিত সেলিম সেক্রেটারি

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, |                          

যুক্তরাজ্যে বসবাসরত জৈন্তাপুরবাসীদের সংগঠন জৈন্তাপুর সমিতি ইউকে’র নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মনসুর আলম ও মোহাম্মদ আব্দুল বাছিত সেলিম।২৩ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টায় লন্ডনের হোয়াইট চ্যাপল রোডে সমিতির এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।নতুন সভাপতি এবং সেক্রেটারী পরবর্তী সভার তারিখ এবং পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন।

ফখরুদ্দীন আলী আহমদ (জামাল ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,মনসুর আলম,মোহাম্মদ আব্দুল বাছিত সেলিম,ব্যরিস্টার আবু সাদাত মোঃ সোহেল,ডা: আবু তাহের মোঃ বাহার,সাদিক আহমদ,ফয়েজ আহমদ,নাঈম আহমদ,কিবরিয়া আহমদ,ডাক্তার মোহাম্মদ সানওয়ার আহমদ,মোহাম্মদ শাহজাহান প্রমুখ।সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফয়েজ আহমদ।২০২৩-২০২৫ মেয়াদে দুই বছরের জন্য এই কমিটি গঠিত হয়।সদ্য বিদায়ী কমিটির সভাপতি হিফজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সুহেল নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। উল্লেখ্য,জৈন্তাপুর সমিতি ইউকে ২০০৭ সালে গঠিত ইংল্যান্ডে বসবাসরত জৈন্তাপুর উপজেলার মানুষের সর্বপ্রথম ইউকে ভিত্তিক সংগঠন।

নবনির্বাচিত সেক্রেটারি ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আব্দুল বাছিত সেলিম বলেন,বৃটেনে জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের নাগরিকদের সংগঠিত করে এলাকার ঐক্য ও সংহতিকে সূদৃঢ় করা এ সংগঠনের অন্যতম প্রয়াস।পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার উল্লেখ করে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় জৈন্তাপুর সমিতি কাজ করবে।