আলহাজ্ব তৌফিক আলী মিনার লেবার পার্টির কাউন্সিলার পদপ্রার্থী

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩ | আপডেট: ৬:৪৩:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

বৃটেনের বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ একাধারে সাংবাদিক, লেখক, শিক্ষানুরাগী, ক্রীড়াবিদ,রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং অসংখ্য সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত আলহাজ্ব তৌফিক আলী মিনার আগামী ৪ঠা মে বেডফোর্ড বারাহ কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির মনোনয়ন পেয়ে আসন্ন কাউন্সিল নির্বাচনে ক্লাপহ্যাম এণ্ড ওউক্লী ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলহাজ্ব তৌফিক আলী মিনার ইউ কে বাংলা টিভি ও মিডিয়া গ্রুপের চেয়ারম্যান, গ্রেটার সিলেট কাউন্সিল ইউ কে, লেবার পার্টির সিএলপি, লন্ডন বাংলা প্রেসক্লাব, আঞ্জুমানে আল ইসলাহ ইউ কে, স্কুল গভর্ণর, ভয়েজ অব জগন্নাথপুর সহ অসংখ্য সংগঠনের সাথে জড়িত।

তিনি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাও গ্রামের কৃতি সন্তান তিনি সকলের দোয়া প্রার্থী।