জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে দোয়া ও ইফতার

প্রকাশিত: ৭:১৩ পূর্বাহ্ণ, |                          

সিদ্দিকুর রাহমান ,স্পেন:
স্পেনে পবিত্র রমযান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন স্পেন। শুক্রবার(৭ ই মার্চ ) মাদ্রিদের বায়তুল মোকাররম মসজিদ,শাহজালাল লতিফিয়া মসজিদ , সানক্রিস্টবাল মসজিদ , উছেরা মসজিদ , লাভাপিয়েস পাকিস্তানি মসজিদে ইফতার দেওয়া হয়। বায়তুল মোকাররম মসজিদে প্রায় ছয়শতাধিক মুসল্লীগণ ইফতার করেন।
আয়োজক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহবায়ক আব্দুল কাইয়ুম সেলিম ও সদস্য সচিব রমিজ উদ্দিন উপস্থিত মুসল্লীগণকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনারা যারা শত ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে এসেছেন আপনাদের এ ধারা আগামীতে ও অব্যাহত রাখবেন।জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন আগামীতে সামাজিক ,ইসলামিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়াবে।এই ধারা অব্যাহত থাকবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, এসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি ,স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিজভী আলম , স্পেন বি এন পি’র সহ সভাপতি সোহেল আহমদ সামছু ,কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা গৌছ উদ্দিন ,এমদাদুল হক, আবু বক্কর , জহিরুল হক দিদার , ইউসুফ আলী ,পিয়াস পাটোয়ারী ,সুমন হাওলাদার সহ মাদ্রিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়িক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে প্রবাসী এবং দেশ-বিদেশে সকল মুসলিমদের জন্য মোনাজাত করা হয়।মোনাজাত করেন মসজিদের ইমাম শায়েখ আলী।