দুই শিশু কন্যা রাষ্ট্রদূত

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১ | আপডেট: ৯:০৫:পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এবং সুইডিস রাষ্ট্রদূত আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বাংলাদেশী দুই শিশুকে একদিনের জন্য বসলেন রাষ্ট্রদূতের আসনে।

ঢাকায় নিযুক্ত সুইজারল
ান্ডের রাষ্ট্রদূত নাথালী চুয়ার্ড এবং সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে এ দিন দুই রুনার জন্য ছেড়ে দিয়েছিলেন নিজের চেয়ার। তাদের পাশে বসে দিয়েছেন দূতাবাস পরিচালনার নির্দেশনা।
দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক এবং টুইটারে ওই বিষয়টি প্রচার করা হয়েছে। দায়িত্ব পালন নিয়ে উচ্ছ্বসিত দেশের দুই কন্যা জানিয়েছেন, তারাও একজন নেতা হতে পারেন।

বিশ্ব নারী মুক্তি আন্দোলনে, নারীর ভাগ্য পরিবর্তনে এই দুই রাষ্ট্রদূতের সাহসি এবং ব্যাতিক্রম ধর্মী কর্মসূচি অবশ্যই প্রশংসনিয়।
এমন করে সবাইকে এগিয়ে আসতে হবে। নারীকে তার সম্মান এবং স্থান বুজিয়ে দিতে হবে।

এমন খবরটি পত্রিকার যে পাতাতে এসেছে সেই পাতাতেই আবার একটি খবর দেখলাম ইরানের সংস্কৃতি বিষয়ে বিধি নিষেধের নতুন প্রজ্ঞাপনের।
ইরান চাইছেন সে দেশের নারীরা পিজা খাইতেছেন হাতের কব্জি বেরকরে এমন ছবি সম্মলিত কোন ফুটেজ প্রকাশ করা যাবে না।
নারী কোন গ্লাসে রঙিন পানেয় পান করছেন ধরুন কোকাকোলা সেটাও ছবিতে দেখানো যাবে না।
যদিও আন্তজর্তিক মহলে ইরানের ছবি খুবই সমৃদ্ধ বহন করে আসছে। সংস্কৃতি বিকাশে একটি শক্তিশালী মাধ্যম ইরানি সিনেমা। এমন বিধিনিষেধে অবশ্যই ইরানি সিনেমা শিল্পে প্রভাব পড়বে এটাই স্বাভাবিক।
নারীর জাগরণে দুই সম্মানিত রাষ্টেরদূতের কর্মসূচিতে যে বার্তাটি তাহারা দিয়েছেন সেটি বিশ্ব নন্দিত।
জেগে উঠো মেয়ে শিশুরা, তোমাদের পাশে রয়েছে অনেক সাহসি শক্তিধর মানুষ। তোমরা বদলে দাও গোটা বিশ্বটাকে।