‘আমার হাফেজ ছেলেরে বাঁচাইতে পারলাম না’

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, |                          

‘আমার ভাশুরের এক ছেলে আর এক মেয়েকে বাঁচাইতে পারছি, আমার হাফেজ ছেলেকে বাঁচাইতে পারি নাই।’ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলার ডুবিতে হাফেজ ছেলেরে হারিয়ে আহাজারি করতে করতে এ কথাগুলো বলছিলেন একজন মা।

শুক্রবার বিকেলে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ভাতেরখলা এলাকার লইসকা বিলে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়।

এই ট্রলারে তার হাফেজ ছেলেটি ছিলো বলে জানান মা।

ট্রলার ডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী বলেন, জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। লইসকা বিল এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।