বিশ্ববিদ্যালয় খোলার সময় জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, |                          

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে খুলছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৭ আগস্ট) গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর জীবনীর উপর একটি‌ প্রামাণ্যচিত্র’ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার পর অক্টোবরের মাঝামাঝি সময়ে খুলে দেয়া হবে। এছাড়া আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে, তাদের মতামত পেলে স্কুল খুলে দেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে।

দীপু মনি বলেন, বিজ্ঞানসম্মতভাবে করোনা আক্রান্তের হার শতকরা পাঁচ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়। কিন্তু এমন পরিস্থিতি হয়নি। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষক সমিতিসহ জাতীয় কমিটির সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।