সিলেট ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২১
বগুড়ায় জুতা পায়ে শহীদ মিনারে উঠে ও জাতীয় সংগীত বিকৃতির মাধ্যমে অবমাননা করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
সোমবার রাতে তাদের শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এরা সবাই শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণি থেকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুরে সদর থানার এসআই জাকির আল আহসান জানান, আটকরা সবাই দশম শ্রেণি থেকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বয়স ১৮ থেকে ২২ বছর। তারা বগুড়া শহরের মালতীনগর স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শহীদ মিনারে ভিডিওটি ধারণ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটক শিক্ষার্থীরা হলো- মিশকাত হোসেন, নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন ও আরিফ আলী।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করেছে। এ পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আসে। তারা ভিডিওটি বগুড়া সদর থানার ওসি সেলিম রেজাকে পাঠিয়ে তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়।
নির্দেশনা পেয়ে ওসি সেলিম রেজা ও এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন।
এসআই জাকির আল আহসান জানান, বিভিন্ন স্কুল ও কলেজের পাঁচ শিক্ষার্থী জুতা পায়ে শহীদ মিনারে উঠে এবং সেখানে জাতীয় সংগীত বিকৃত ও অবমাননা করে টিকটক ভিডিও তৈরি করে। পুলিশ সদর দফতরের নির্দেশে তাদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : Al Marjan Shoping Centre (3nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
২০১০ সাল থেকে শুরু – সরকারি নিবন্ধনের আবেদনকৃত নিউজ পোর্টাল।